Computer Taiping Process


Computer Taiping Process



  • ভূমিকাতে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ইংরেজি টাইপ শেখার আলোচনা খুবই সহজ ভাবেই মাত্র কয়েক দিনেই শেখা সম্ভব ইংরেজি টাইপ




  • v প্রথমে ছবির মতো করে কী বোর্ডে আপনার হাতটি বসান ডান হাতের চার আঙ্গুল রাখবেন .. A, S, D, F এবং বাম হাতের আঙ্গুল রাখবেন J, K, L, ; এই কী গুলোতে
    A
    S
    D
    F

    G
    H

    J
    K
    L
    ;
    v এবার A থেকে শুরু করে ; পর্যন্ত একটা একটা করে কী চাপতে থাকুন এবং মনিটরে দেখুন কী লিখছেন কয়েকবার লেখার পর আর কী বোর্ডের দিকে তাকাবেন না এবার শুধু মনিটরের দিকে তাকিয়ে লিখুন এভাবে 20 বার A থেকে ; পর্যন্ত লিখুন এর পর মুখে বলে বলে লিখুন অর্থাৎ আগে বলুন তারপুর লিখুন অবশ্যই কী বোর্ডের দিকে না তাকিয়ে বলবেন এবং লিখবেন এভাবে মোট 50 বার লিখুন প্রথম দিন হাত একটু ব্যাথা লাগতে পারে ব্যাথা লাগলে একটু বিরতীদিয়ে আবার শুরু করুন আরও 50 বার মুখে বলুন এবং লিখুন প্রাকটিস লেখা শেষ হলে এবার নিচের শব্দগুলো কীবোর্ড না দেখে লেখার চেষ্টা করুন আগের কথাগুলো মেনে যদি টাইপ করে থাকেন তাহলে অবশ্যই আপনি নিচের প্রতিটা শব্দ না দেখে লিখতে পারবেন
    v (একই কী যদি আপনি শিফ্ট চেপে ধরে তারপর লিখেন তাহলে লেখা গুলো বড় হাতের হবে যদি CAPS LOCK লাইট অফ থাকে আর যদি CAPS LOCK লাইট অন থাকে তাহলে উল্টো হবে অর্থাৎ ছোট হাতের হবে)

                                                    A S DF GH J K L ; 

    v All; ask; dad;Dhaka; flag; fad; gas;lall; lakh; lag;kall;jall; jag; has; hall; dad; add;slad; salad; shall; hall; ask kajal;jalal flasks; lall; flag; gas; had; has; dash; as; ass; slad; salad; shall; hall ; ask kajal ; jalal; flasks Dhaka khalada as add ; slad;salad ; shall; hall ; ask; kajal; jalal; flahs ; flash ; dash;; has; flasks ; Dhaka; khalada ; ass; add; slad ; salad; shall; hall ask ; kajal; jalal ; flags dash; has; flasks; Dhaka; khalada; dad; ask; as; flasks; as; jalal; has; add; slad; salad; shall; shall; salad; hall; ask; as; jalal; flasks; flahs; dash; has; flasks; all; ask; sad;Dhaka; flak flag fad; has; hlass; hall; lall; lakh; akg kall; flags; jall; jag; has; had; hall as; add; salad; hall; hall kajal; jalal; flags; Dhaka; has; Dhaka ; khalada; slad; salad; shall; hall; ask; kajal; dash; has; flasks; Dhaka; khalada kajal kajal; flags;
  • নিচের ছবিটি খেয়াল করুন

    Q
    W
    E
    R

    T

    Y

    U
    I
    O
    P

    v A এর উপর যে আ্ঙ্গুল ছিলো আঙ্গুল দিয়ে উপরের লাইন থেকে Q লিখুন এবং S এর উপরের আঙ্গুল দিয়ে W লিখুন। প্রতিটি কী লিখার পর আবার আগের যায়গায় আঙ্গুল নিয়ে আসুন। অর্থাৎ A এর উপর যে আঙ্গুল ছিলো আঙ্গুল দিয়ে Q লেখার পর আবার A এর উপর আঙ্গুল নিয়ে আসুন। এভাবে বাকি কী গুলো লিখে আবার আগের যায়গায় আঙ্গুল নিয়ে আসুন।
    v এভাবে দুই হাতের আঙ্গুল গুলো দিয়ে উপরের কী গুলো সিরিয়াল অনুযায়ী লিখুন লিসন-1 এর নিয়মে। মনে রাখবেন, F এবং J এই আঙ্গুল দিয়ে প্রতি লাইন থেকে দুইটি করে কী লিখতে হবে। যেমন, প্রথম লাইন যে আঙ্গুল দিয়ে F লিখেছেন আঙ্গুল দিয়ে G লিখবেন তেমনি একই আঙ্গুল দিয়ে উপরের লাইনের R T এই কী দুইটি লিখতে হবে। ছবিতে দেখুন এই রঙের যে অক্ষর গুলো আছে তা একই আঙ্গুল দিয়ে লেখার জন্য।
    এখন লিসন -1 এর নিয়মে একটা একটা করে কী চাপতে থাকুন এবং মনিটরে দেখুন কী লিখছেন। কয়েকবার লেখার পর আর কী বোর্ডের দিকে তাকাবেন না। এবার শুধু মনিটরের দিকে তাকিয়ে লিখুন। এভাবে 20 বার লিখুন। এর পর মুখে বলে বলে লিখুন অর্থাৎ আগে বলুন তারপুর লিখুন অবশ্যই কী বোর্ডের দিকে না তাকিয়ে বলবেন এবং লিখবেন। এভাবে মোট 50 বার লিখুন প্রথম দিন হাত একটু ব্যাথা লাগতে পারে। ব্যাথা লাগলে একটু বিরতীদিয়ে আবার শুরু করুন। আরও 50 বার মুখে বলুন এবং লিখুন।
    v প্রাকটিস লেখা শেষ হলে এবার নিচের শব্দগুলো কীবোর্ড না দেখে লেখার চেষ্টা করুন। আগের কথাগুলো মেনে যদি টাইপ করে থাকেন তাহলে অবশ্যই আপনি নিচের প্রতিটা শব্দ না দেখে লিখতে পারবেন।
    (
    একই কী যদি আপনি শিফ্ট চেপে ধরে তারপর লিখেন তাহলে লেখা গুলো বড় হাতের হবে তবে এক্ষেত্রে CAPS LOCK লাইট অফ থাকতে হবে কিন্তু, যদি CAPS LOCK লাইট অন থাকে এবং শিফ্ট চেপে লেখেন তাহলে উল্টো হবে অর্থাৎ ছোট হাতের হবে।)                              Q W E RT YU I O P
     v Put, park, owl, oil, it, illustrator, up, upset, yet, year, quit, quier, weak, wet, ear, eat, read, retailer, root, take, take, took, art, ago, this, is, year, weald, yield, upset, goat, quite, wear, roar, ill, owl, park, will, weak, heart, hard, field, jug, kite, kohl, lake, life.
    All, ask, sad, dad, Dhaka, flag, fad, gas, glass, lall, lakh, lag, kall, jall, jag, has, had, hall, as; add’ root, take, taka, took, art, ago, this, is, year, wwald, yield, upset, goat quite wear roar ill owl park slad; salas’shall; kajal’ jalal flags dash; has; flasks; Dhaka;
    khalada; dad; ask; Put, park, owl, oil, it, illustrator, up, upset, yet, year, quit, quier, weak, wet, ear, eat, read, retailer, root, take, take, took, art, ago, this, is, year, weald, yield, upset, goat, quite, wear, roar, ill, owl, park, will, weak, heart, hard, field, jug, kite,
    v kohl, lake, as; flasks; as; jalal; has; add; slad; salad; shall; shall; salad; hall; ask; as; jalal; flasks; flahs; dash; has; flasks; all; ask; sad ;Dhaka; flak flag fad; has; hlass; hall; lall; lakh; akg kall; flags; jall; jag; has;

    Z
    X
    C
    V

    B
    N

    M
    ,
    .
    /
    v A এর উপর যে আ্ঙ্গুল ছিলো আঙ্গুল দিয়ে নিচের লাইন থেকে Z লিখুন এবং S এর উপরের আঙ্গুল দিয়ে X লিখুন প্রতিটি কী লিখার পর আবার আগের যায়গায় আঙ্গুল নিয়ে আসুন অর্থাৎ A এর উপর যে আঙ্গুল ছিলো আঙ্গুল দিয়ে Z লেখার পর আবার A এর উপর আঙ্গুল নিয়ে আসুন এভাবে বাকি কী গুলো লিখে আবার আগের যায়গায় আঙ্গুল নিয়ে আসুন 
    v এভাবে দুই হাতের আঙ্গুল গুলো দিয়ে নিচের কী গুলো সিরিয়াল অনুযায়ী লিখুন লিসন-1 এর নিয়মে মনে রাখবেন, F এবং J এই আঙ্গুল দিয়ে প্রতি লাইন থেকে দুইটি করে কী লিখতে হবে 
    v যেমন, প্রথম লাইন যে আঙ্গুল দিয়ে F লিখেছেন আঙ্গুল দিয়ে G লিখবেন তেমনি একই আঙ্গুল দিয়ে নিচের লাইনের V B এই কী দুইটি লিখতে হবে 
    v ছবিতে দেখুন এই রঙের যে অক্ষর গুলো আছে তা একই আঙ্গুল দিয়ে লেখার জন্য এখন লিসন -1 এর নিয়মে একটা একটা করে কী চাপতে থাকুন এবং মনিটরে দেখুন কী লিখছেন 
    v কয়েকবার লেখার পর আর কী বোর্ডের দিকে তাকাবেন না এবার শুধু মনিটরের দিকে তাকিয়ে লিখুন 
    v এভাবে 20 বার লিখুন এর পর মুখে বলে বলে লিখুন অর্থাৎ আগে বলুন তারপুর লিখুন অবশ্যই কী বোর্ডের দিকে না তাকিয়ে বলবেন এবং লিখবেন এভাবে মোট 50 বার লিখুন  
    v প্রথম দিন হাত একটু ব্যাথা লাগতে পারে ব্যাথা লাগলে একটু বিরতীদিয়ে আবার শুরু করুন আরও 50 বার মুখে বলুন এবং লিখুন
    v প্রাকটিস লেখা শেষ হলে এবার নিচের শব্দগুলো কীবোর্ড না দেখে লেখার চেষ্টা করুন আগের কথাগুলো মেনে যদি টাইপ করে থাকেন তাহলে অবশ্যই আপনি নিচের প্রতিটা শব্দ না দেখে লিখতে পারবেন
    v  (একই কী যদি আপনি শিফ্ট চেপে ধরে তারপর লিখেন তাহলে লেখা গুলো বড় হাতের হবে যদি CAPS LOCK লাইট অফ থাকে আর যদি CAPS LOCK লাইট অন থাকে তাহলে উল্টো হবে অর্থাৎ ছোট হাতের হবে)
                                                               
    Z X C VB NM , . /
    v Axe, zebra, create, vat, van, bird, build, near, newspaper, milk, monkey, mother, brother, come, x-ray, relax, zoo. Mv.n, Vexz, Bliz, Home, vote, blind, normal, moral, clip, Xerox, zebra, super, >, great, 100, >, 90, 90
    v এবার নিচের একটি বাক্য দেওয়া আছে এই বাক্যটি শুধু মনিটরের দিকে তাকিয়ে লিখতে থাকুন এই বাক্যে ইংরেজী 26টি অক্ষর রয়েছে এটা যত চর্চা করবেন আপনার হাত তত ফ্রি হয়ে যাবে
    v  “A Quick Brown Fox Jumps over the Lazy Dog.”
  • q "q" "a" and "z" are typed with the left pinkie, and so are the tab, caps lock, and shift keys.
    q "w" "s" and "x" are typed with the left ring finger.
    q "e" "d" and "c" are typed with the left middle finger.
    q "r" "f" "v" "b" "g" and "t" are typed with the left index finger.
    q Your thumbs should never leave the space bar.
    q "u" "j" "n" "m" "h" and "y" are typed with your right index finger.
    q "i" "k" and the keys with "," and "<" are typed with the right middle finger.
    q "o" "L" and the keys with ">" and "." are typed with the right ring finger.
    q Your right pinkie finger is used for typing: "p", ";", ":", "'", """ (a quotation mark), "/",  
         "?", "[", "{", "]", "}", "\", "|", and is used for pressing the shift, enter, and backspace keys.
    Rounded Rectangle: Typing Practice
                                                               
    v Practice: 1 
    One day a poor man comes to Prophet Hazrat Muhammad (SM). He begged for money. He said “Oh Prophet! I am very poor. I don’t have any food in my house. My wife and Children are hungry. I am helpless. I need some money.” The man has a blanket and a bowl. He brings them to the Prophet (SM). Two companions of the Prophet (SM) buy them. The Prophet (SM) gives the money. The man buys an axe. He does not beg. He cuts wood from the forest. He sells the wood in the market. He earns money. His wife and children have food. They are not hungry.

    v Practice:
    0fficers for the time being of the company and any trustees for the time being acting in relation to any of the affairs of the company and their heirs, executors and administrators respectively shall be indemnified out of the assets of the company from and against all suits proceedings, colts, charges, losses, damages and senses which dithery or any of them shal or may incur or sustain by R Remember light and quick touch is the way to have more speed. Slow and steady winds the race.etc.

    BANGLA

    v For Starting Bangla Type You Have to Select any Bangla Font, Like-  SutonnyMJ/ShurmaMJ.
    vবাংলা লেখা শুরু করার পূর্বে আপনাকে যেকোন একটি বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে হবে যেমন : SutonnyMJ/ShurmaMJ ইত্যাদি.
    v কিন্তু ফন্ট পরিবর্তন করলেই বাংলা লেখা যাবে না বিজয় কী বোর্ডের নিয়মানুসারে বাংলা লেখতে হলে প্রথমে একটি কমান্ড দিতে হবে. Alt+Ctrl+B.
    v পূনরায় ইংরেজী লেখার জন্য নির্দিষ্ট ইংরেজী ফন্ট সিলেক্ট করে আবার একই কমান্ড দিন অর্থাৎ- . Alt+Ctrl+B.
    v Practice:ইংরেজি টাইপিং এর মতোই বাংলা টাইপিং এর আঙ্গুল বসাতে হবে একই নিয়ম এবং ইংরেজি লেসন-1 এর মতোই একটি একটি করে অক্ষর টাইপ করতে থাকুন এবং দেখুন মনিটরে কোন অক্ষরটি লিখা হচ্ছে
    বাংলা টাইপে Shift ধরে টাইপ করলে এক ধরনের অক্ষর লেখা হবে আর Shift ছাড়া লিখলে অন্য ধরনের হবে সুতরাং Shift ধরে এবং Shift ছাড়া দুই ভাবেই প্রাকটিস করতে হবে .
    v নিচের লিসন গুলো সঠিক ভাবে করলে আপনার বাংলা টাইপিং শিখতে সমস্যা হবে না বলে আশা রাখছি .
    v নিচের অক্ষর গুলো সিফ্ট(Shift) ছাড়া লিখতে হবে.                      ি ; ..
    v নিচের অক্ষর গুলো সিফ্ট (Shift) চেপে ধরে রেখে লিখতে হবে : .
    v এবার নিজে নিজে কী বোর্ড না দেখে লেখতে চেষ্টা করুন..
    অভাব, অর্ধ, কথা, ভাত, অধঃ, খাব, খুকী, খুব, কথা, তীর্থ, কর্তা, কর্তৃত্ব, কৃতী, দাদী, অতু খাব, খুকী, খুব, তীর্থ, কর্তৃত্ব, দাদী, অতু, অভাব, অর্ধ, কথা, ভাত, অধঃ.
    খুকী, খুব, কথা, তীর্থ, কর্তা, কর্তৃত্ব, কৃতী, দাদী, অতু খাব, খুকী, খুব, তীর্থ, কর্তৃত্ব, দাদী, অতু, অভাব, অর্ধ, কথা, ভাত অভাব, অর্ধ, কথা, ভাত, অধঃ, খাব, খুকী, খুব, কথা, তীর্থ, কর্তা, কর্তৃত্ব, কৃতী, দাদী, অতু খাব, খুকী, খুব, তীর্থ, কর্তৃত্ব .
    কত কথা, কর্তা, কাকা, কাকী; খাব: বাবা, অর্ধঃ, দুধঃ, দুঃখ, তাকা, তদাকী, ধৃব, বধূ.ভাত, অধঃ, খাব, খুকী, খুব, কথা, তীর্থ, কর্তা, কর্তৃত্ব, কৃতী, দাদী, অতু খাব, খুকী, খুব, তীর্থ, কর্তৃত্ব কত কথা, কর্তা, কাকা, কাকী; খাব: বাবা, অর্ধঃ, দুধঃ, দুঃখ, তাকা, তদাকী, ধৃব, বধূ.
    v নিচের অক্ষর গুলো সিফ্ট (Shift) ছাড়া লিখতে হবে.                     .
    v নিচের অক্ষর গুলো সিফ্ট (Shift) চেপে ধরে রেখে লিখতে হবে.s .
    v এবার নিজে নিজে কী বোর্ড না দেখে লেখতে চেষ্টা করুন.
    পাপ, জাহাজ, চাচা, টাকা, যাব চাঙা, পড়, ডাব, জড়, জীব, ছাতা, আড়ং, আয়া, ঠাট্, ফাহাত, ঘী, ঝাঝা, ঢংঢং, ছাতা, অভাব, অর্ধ, কথা, ভাত, অধঃ, খাব, খুকী, খুব, কথা, তীর্থ, কর্তা, কর্তৃত্ব, কৃতী, দাদী, অতু.
    v নিচের অক্ষর গুলো সিফ্ট (Shift) ছাড়া লিখতে হবে.         , . /.
    v নিচের অক্ষর গুলো সিফ্ট (Shift) চেপে ধরে রেখে লিখতে হবে.      ্য < > ? .
    v এবার নিজে নিজে কী বোর্ড না দেখে লেখতে চেষ্টা করুন.
    পাপ, জাহাজ, চাচা, টাকা, যাব চাঙা, পড়, ডাব, জড়, জীব, ছাতা, আড়ং,রস মামা নানা ওরে কেমন আম্র, মরণ ওঝা, পরান, মৃণ পঠন, সত্য, মিথ্যা, আদৌ, কৈ, লাল, শামুখ, ষঢ়, কৃষাণ, ঝাল, রস, জড়, জীব .
    খাব, খুকী, খুব, কথা, তীর্থ, কর্তা, কর্তৃত্ব, কৃতী, দাদী, অতু রস মামা নানা ওওে কেমন আম্র, মরণ ওঝা, পরান, মৃণ পঠন, সত্য, মিথ্যা, আদৌ, কৈ, লাল, শামুখ, ষঢ়, কৃষাণ, ঝাল, রস, জড়, জীব.
    v যুক্তাক্ষর.
    ÿ =
    ত্ত =
    ষ্ণ =
    ক্ক =
    হ্ন =
    ত্রু = + ্র+
    গ্ধ =
    জ্ঞ =
    =
    ঞ্জ =
                                                    Bangla Typing Practice
    v অগ্রদূত, অসুবিধা, অসুখ, আম, পূরান, ঊষা, দূত, ঋণ, বৃত্তি, আবৃত্তি, এক, একতা, কেন, কেবল, ঐরাবত, ঐতিহাসিক, অবৈধ, বৈঠা, বৌভাত, কৌশল, ওযু, ছক্কা, হুক্কা, আসক্ত, রিক্ত, ক্লান্ত, বকা, বাছুর, রক্ষিনী, বক্র, চক্রা, মিতালী, ডিস্কেট, ঈগল, নদী, অসুবিধা, কেবল, দূত, ঊষা, আম, বৌভাত, ঐরাবত, ঐতিহাসিক, অবৈধ, বৈঠা, বৌভাত, কৌশল, ওযু, ছক্কা, হুক্কা, আসক্ত, রিক্ত, ক্লান্ত, বকè, বাছুর, রক্ষিনী, বক্র, চক্রা, মিতালী, ডিস্কেট, ঈগল.
    v পরীক্ষা, ঠেলাগাড়ী, ঠাট্টা, পাঠ্য, ঠ্যাঙ্গা, ডালডা, জুম্মা, জুটি, জুম্ভিত, লজ্জা, কুজ্বটিকা, অজ্ঞ, বিজ্ঞ, বিজ্ঞান, উজ্জ্বল, চঞ্চল, উন্মাদ, ঋণী, চট্টগ্রাম, বাক্স, অক্সিজেন,বাগ্নী, ভগ্নি, অঞ্চল, ট্রলার, গুঞ্জণ, ভ্রমর, তম্রতাঞ্জন, দীপ্তি, স্বপ্ন, ফ্রাইডে, ফ্ল্যাট, বসতি, ব্লাড, ব্লেড অজ্ঞ, বিজ্ঞ, বিজ্ঞান, উজ্জ্বল, চঞ্চল, উন্মাদ, ঋণী, চট্টগ্রাম, বাক্স, অক্সিজেন,বাগ্নী, ভগ্নি, অঞ্চল, ট্রলার, গুঞ্জণ, ভ্রমর, তম্রতাঞ্জন, গ্রূ , দুগ্ধ, পরীক্ষা, ঠেলাগাড়ী, ঠাট্টা, পাঠ্য, ঠ্যাঙ্গা, ডালডা, জুম্মা, জুটি, জুম্ভিত, লজ্জা, কুজ্বটিকা, অজ্ঞ, বিজ্ঞ, বিজ্ঞান, উজ্জ্বল, চঞ্চল, উন্মাদ, ঋণী, চট্টগ্রাম, বাক্স, অক্সিজেন,বাগ্নী, ভগ্নি, অঞ্চল, ট্রলার.
    v বাংলা লেখার গতি বাড়ানোর জন্য বাংলা টাইপিং সফট্ওয়্যার ব্যবহার করা যেতে পারে অথবা বিভিন্ন বাংলা বই থেকে ছোট ছোট গল্প বা কবিতা, দেখে দেখে প্রতিদিন ৩০ মিনিট হুবহু বই এর মত করে লেখার চেষ্টা করতে হবে এভাবে একটানা ১০ দিন করলে আপনার লেখার গতি শুরুর থেকে কমপক্ষে তিন গুন বেড়ে যাবে

Comments

Popular Posts